স্ত্রীকে দেওয়া উপহারাদি বা জিনিসে মহরের নিয়ত করা

 


প্রশ্ন নম্বর: 634980

শিরোনাম:

স্ত্রীকে দেওয়া উপহারাদি বা জিনিসে মহরের নিয়ত করা

প্রশ্ন:

ইসলামী বিদ্বান ও মুফতিগণের নিকট জানার বিষয় যে:

জায়েদ যে এলাকায় থাকে সেখানে সাধারণত ৬ লক্ষ, ৭ লক্ষ বা ৮ লক্ষ টাকা মহর নির্ধারণের রেওয়াজ আছে। তাই জায়েদের ক্ষেত্রেও ৬ লক্ষ টাকা মহর নির্ধারিত হয়েছে। এখন জায়েদ চায়, স্ত্রীকে যে জিনিসগুলো দিচ্ছে বা দিবে, সে সেগুলোর মাধ্যমে মহর পরিশোধের নিয়ত করে নেয়—তবে স্ত্রীকে না জানিয়ে। 

এখন প্রশ্ন হলো: স্ত্রীকে না জানিয়ে মহরের এই নিয়ত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কি?

উত্তর: 634980

ফতোয়া নম্বর: 7136-1443/D=11/1446):

بسم الله الرحمن الرحيم

আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

(ক) উক্ত ক্ষেত্রে, যদি জায়েদ তার স্ত্রীকে কিছু প্রদান করে এবং সেই দেওয়ার সময় মহরের নিয়ত করে, তাহলে শরীয়তের দৃষ্টিতে সেইভাবে মহর পরিশোধ বৈধ ও গ্রহণযোগ্য হবে। তবে উত্তম হলো, সে যেন স্ত্রীকে জানিয়ে এই মহর পরিশোধ করে।

(খ) মহর এমন পরিমাণেই নির্ধারণ করা উচিত যা স্বামী সহজে আদায় করতে সক্ষম হয়। শুধুমাত্র সামাজিক রেওয়াজ বা চাহিদার কারণে সাধ্যাতীত মহর নির্ধারণ করা উচিত নয়।  

হযরত উমর ইবনুল খাত্তাব (রাযি.) বলেছেন:

"নারীদের মহর বেশি নির্ধারণ কোরো না। যদি বেশি মহর নির্ধারণ করা দুনিয়ার জন্য সম্মানের এবং আল্লাহর কাছে তাকওয়ার বিষয় হতো, তাহলে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)ই সবচেয়ে বেশি এর উপযুক্ত হতেন। অথচ আমি জানি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনো স্ত্রীকে বা কন্যাকে বারো উকিয়ার (প্রায় ১ কেজি ৫৩০.৯ গ্রাম রুপা) বেশি মহর দিয়ে বিয়ে করেছেন।"

হাদিস রেফারেন্স:

(মিশকাতুল মাসাবীহ, আল-মিরকাত, হাদিস নম্বর: ৩২০৪)

والله تعالى أعلم  

আল্লাহ তাআলাই সর্বাধিক জ্ঞান রাখেন।

দারুল ইফতা,  

দারুল উলুম দেওবন্দ


প্রয়োজনে দারুল উলুম দেওবন্দর মূল উর্দু ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন।


পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
কোন মন্তব্য নেই
মতামত লিখুন
comment url